Friday, May 23, 2025
Friday, May 23, 2025
বাড়িচাকুরিপাওয়ার গ্রিডে বড় নিয়োগ!

পাওয়ার গ্রিডে বড় নিয়োগ!

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ৮ পদে নিয়োগে আবেদন চলছে। মোট ৯৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়নকাজে নিয়োজিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড ৯৯ পদের বিপরীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে।

যাঁরা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি/অ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

আবেদনকারীদের প্রতি নির্দেশাবলি/শর্তাবলি—

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 x 300 pixel) ও স্বাক্ষর (300 x 80 pixel) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট https://powergrid.teletalk.com.bd/ অথবা পাওয়ার গ্রিডের সাইট https://powergrid.gov.bd/ এ উল্লিখিত নির্ধারিত লিংকের মাধ্যমে ২৭/০৪/২০২৫ হতে ২২/০৫/২০২৫ তারিখের (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) মধ্যে প্রকাশিত ‘আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি’ অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদন ফি—

১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ২২৩/- (দুই শত তেইশ) টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১৬৮/- (এক শত আটষট্টি) টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ফি (অনগ্রসর নাগরিক): ১ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লি. এর যেকোনো মোবাইল সংযোগ হতে এসএমএসের মাধ্যমে http://powergrid.teletalk.com.bd অথবা www.powergrid.gov.bd ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

আবেদনের বয়স—

২২/০৪/২০২৫ তারিখে যাঁদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে, তাঁরা এই ৮ পদে আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বছরের প্রবেশনসহ ০৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকরিবিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চাকরি চুক্তি নবায়ন করা হবে।

আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক https://surl.lu/womtqd করুন।

বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার!

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আজ বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page