শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অধিদপ্তরে ১০ ক্যাটাগরির পদে ১১ থেকে ১৬তম গ্রেডে ১৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বয়স
১ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে http://eedmoe.teletalk.com.bd/ ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://surl.li/mkfjtb জানা যাবে। এ অধিদপ্তরের স্মারক নং-৩৭.০৭.০০০০.০০৮.১১.১৫৮.২৩-৩৯৯, তারিখ: ২৭ মার্চ ২০২৪ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যেসব প্রার্থী ইতিপূর্বে উল্লিখিত পদগুলোর মধ্যে যেসব পদে আবেদন করেছেন,
তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং সব গ্রেডের জন্য (অনগ্রসর নাগরিক: ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৯ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।