সহজ বাংলাদেশে অনলাইন টিকিটিং সেবায় পথপ্রদর্শক হিসেবে লাখো মানুষের জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেঞ্চমার্ক পিআরের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সহজ তার বাজার উপস্থিতি আরও শক্ত করার পাশাপাশি গ্রাহক ও অংশীজনদের সঙ্গে সংযোগ গভীর করতে চায়। সহজের প্রধান ব্যবসা কর্মকর্তা তালাত রহিম বলেন, ‘আমরা বেঞ্চমার্ক পিআরের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। কারণ, আমরা আমাদের সেবাকে আরও উন্নত ও সম্প্রসারিত করছি। বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল প্রেক্ষাপটে কার্যকর যোগাযোগ খুবই প্রয়োজনীয়। তাই বেঞ্চমার্ক পিআরের দক্ষতা আমাদের ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’