Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িআয়করশ্বশুরবাড়ির টাকায় বসবে কর!

শ্বশুরবাড়ির টাকায় বসবে কর!

স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও ছেলে–মেয়েরা টাকা পাঠালে কর দিতে হবে না। এটা উপহার বা দান হিসেবে দেখা হয়। এতে কর বসে না।

চলতি অর্থবছর থেকে করমুক্ত দান বা উপহারের আওতায় স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও সন্তানের পাশাপাশি আপন ভাই ও বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে, আপন ভাই–বোন নিজেদের সহোদরকে দান করলে তা করমুক্ত থাকবে।

এই উদ্যোগের ফলে আপন ভাই–বোন টাকা দিলে তাতে কর দিতে হবে না।

এত দিন স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও সন্তানের বাইরে অন্য কেউ টাকাপয়সাসহ অন্য স্থাবর–অস্থাবর সম্পত্তি দান করলে তাতে কর বসত। এখন থেকে আপন ভাই–বোনের দান করমুক্ত থাকল। এ বছর যাঁরা রিটার্ন দেবেন, তাঁদের জন্য এটি কার্যকর করা হয়েছে।

তবে শ্বশুর–শাশুড়ি, শ্যালক–শ্যালিকাসহ শ্বশুরবাড়ির লোকজন টাকাপয়সা উপহার দিলে, তা করের আওতায় আসবে। এনবিআর সূত্রে জানা গেছে, মা–বাবা, ভাই–বোন ও স্ত্রী–সন্তান ছাড়া যে কারও কাছ থেকে উপহার পেলে বছর শেষে তা আয়কর রিটার্নে দেখাতে হবে এবং করও দিতে হবে। আবার উপহারদাতাকেও তাঁর আয়কর রিটার্নে উপহার দেওয়ার বিষয়টি জানাতে হবে।

শ্বশুরবাড়ি থেকে গয়না, জমি, ফ্ল্যাটসহ অন্যান্য উপহার হিসেবে দিলেও কর কর্মকর্তাদের কাছে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। ব্যাখ্যা দিতে হবে উভয় পক্ষকে।

কর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অনেকের কর নথিতে শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে অনেকে সম্পদ দেখিয়ে দেন। যিনি উপহার দেন, তিনি তাঁর কর নথিতে এমন সম্পদ হস্তান্তরের তথ্য দেন না। অভিযোগ আছে, অবৈধ উপায়ে উপার্জিত অর্থসম্পদ এভাবে দেখানো হতে পারে।
তাই কারা দান করলে বা উপহার দিলে তা করের আওতায় আসবে না, তা ঠিক করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page