Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িআয়করশুল্ক রেয়াতের সময় বাড়ছে আলু আমদানিতে

শুল্ক রেয়াতের সময় বাড়ছে আলু আমদানিতে

শুল্ক রেয়াতের মেয়াদ বাড়ানো হচ্ছে আলু আমদানিতে। বাণিজ্যসচিব বলেন, আলু আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ আরও এক থেকে দেড় মাস বৃদ্ধির জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রস্তাব দেব। তিনি আরও বলেন, শুল্ক রেয়াত দেওয়ার পর আলু আমদানির ঋণপত্র (এলসি) ভালোই খোলা হয়েছে।পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলাও সন্তোষজনক।


এনবিআর গত ৪ সেপ্টেম্বর আলু আমদানিতে শুল্ক রেয়াত সুবিধার প্রজ্ঞাপন জারি করে, যার মেয়াদ শেষ হয় গত ৩০ নভেম্বর। আলু আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক ছিল। কমিয়ে তা ১৫ শতাংশ করা হয়। একই সঙ্গে আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। এখন আবার আলু আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ বাড়ানো দরকার বলে মনে করে বাণিজ্য মন্ত্রণালয়।


২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আলু আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা বহাল রাখতে বলা হবে। শুল্ক রেয়াত সুবিধা বাড়ালেই আলু আমদানি ও সরবরাহ বাড়বে। তখন পণ্যটির দামও ঠিক থাকবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page