ভারতের শীর্ষ চাল রফতানিকারক কোম্পানি সত্যম বলাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল বলেন, ‘অন্য চাল রফতানিকারক দেশগুলো আন্তর্জাতিক বাজারে নিজেদের হিস্যা ধরে রাখতে প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েছে। থাইল্যান্ড, ভিয়েতনাম ও পাকিস্তানের সরবরাহকারীরা ভারতের এ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে তাদের রফতানি মূল্য কমিয়ে দিয়েছেন।’
বিশ্বে শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। শনিবার পুনরায় বাসমতি ছাড়া অন্যান্য সাদা চাল রফতানির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এ অনুমোদনের পর সোমবার বিশ্বব্যাপী কমেছে চালের দাম। রফতানিকারকরা জানিয়েছেন, চাল রফতানির অনুমোদন দেয়ার পর বৈশ্বিক সরবরাহ বেড়েছে। এতে এশিয়া ও আফ্রিকার ব্যবসায়ীরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্যটি আমদানির সুযোগ পাবেন। খবর রয়টার্স।
ভারতে কিছুদিনের মধ্যেই নতুন মৌসুমের ফসল সংগ্রহ শুরু হবে। উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন রাজ্যে ঊর্ধ্বমুখী মজুদের কারণে রফতানির অনুমোদনসহ শুল্ক কমিয়েছে দেশটির সরকার। সাদা চাল রফতানি শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।