আয়কর রিটার্ন দাখিল , ই-টিআইএন ও আয়কর বিষয়ক অন্যান্য সেবা দেয়ার জন্য ‘আয়কর তথ্য-সেবা মাস-২০২৪’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ উদ্যোগে আগামী ১৮ (সোমবার) ও ১৯ (মঙ্গলবার) নভেম্বর দুই দিনব্যাপী আয়কর মেলার জন্য বুথ স্থাপন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্বে নিয়োজিত থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
এই সেবা বুথে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ই-টিআইএন ,আয়কর রিটার্ন দাখিল ও আয়কর বিষয়ক অন্যান্য সেবা ও তথ্য পাবেন। অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বুথ গুলিতে ।