আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন দিতে পারবে কোম্পানি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে। সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারে কোম্পানি করদাতারা। কিন্তু এবার দুই দফা সময় বাড়ানো হলো। বর্তমানে প্রতি বছর গড়ে ৫০ হাজারের মতো কোম্পানি রিটার্ন দেয়। সারা বছরের আয়-ব্যয়ের খবর জানিয়ে এসব কোম্পানি করপোরেট কর দেয়।
এই পর্যন্ত যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তর থেকে প্রায় সোয়া দুই লাখ কোম্পানি নিবন্ধন নিয়েছে। তাদের বার্ষিক আয়কর বিবরণী দাখিল করা বাধ্যতামূলক।এ দিকে গত ১৬ ফেব্রুয়ারি ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়। এ বছর সব মিলিয়ে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন করদাতা রিটার্ন দিয়েছেন। এনবিআর কর পেয়েছে মাত্র ৩ হাজার ১৪৪ কোটি টাকা।