স্বল্প সময়ের মধ্যে ব্যাংক খাতের তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে এ কথা জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
বেশ কিছুদিন ধরেই তারল্য সংকটে ভুগছে দেশের ১০টি ব্যাংক। গেল দেড় দশকে লুটপাটের শিকার ব্যাংকগুলো।
এসব ব্যাংককে তারল্য সহায়তা দিতে বুধবার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করে ১০টি ব্যাংক। যেখানে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের টাকা ফেরতের নিশ্চয়তা দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। দুর্বল এসব ব্যাংককে তারল্য সহায়তা দিতে সম্প্রতি চুক্তিও করেছে বাংলাদেশ ব্যাংক।