Saturday, April 19, 2025
Saturday, April 19, 2025
বাড়িকাস্টমসএলএনজি সরবরাহের কাজ পেলো কোরীয় কোম্পানি।

এলএনজি সরবরাহের কাজ পেলো কোরীয় কোম্পানি।

এবার এক কার্গো এলএনজি সরবরাহের কাজ পেয়েছে কোরিয়ার কোম্পানি পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে একটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ৬৯৩ কোটি টাকা। এক কার্গো সমান ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি। প্রস্তাবটির আওতায় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয় ১৪ দশমিক ৬৯ মার্কিন ডলার। এই এলএনজি আসবে ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য।
এর আগে গত ৪ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের জানুয়ারি-ডিসেম্বর সময়ের মধ্যে স্পট মার্কেট থেকে ৫৯ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক দর প্রস্তাব আহ্বান করা হলে তিনটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। এর মধ্যে কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল সর্বনিম্ন দরদাতা (১৪.৬৯ ডলার) হিসেবে কাজ পায়। অন্যদিকে সিঙ্গাপুরের পেট্রো চায়না ইন্টারন্যাশনাল ১৪ দশমিক ৮৬ ডলার ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি ১৪ দশমিক ৮৪ মার্কিন ডলার দর উল্লেখ করে।
এদিকে আজ ক্রয় কমিটির এক বৈঠকে রাশিয়া, সৌদি আরব, মরক্কো এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৬০ হাজার টন ইউরিয়া, ৩০ হাজার টন এমওপি ও ৪০ হাজার টন ডিএপি সার। এসব সার কেনায় মোট ব্যয় হবে ৬৩৪ কোটি ৩২ লাখ টাকা।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতায় ২টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে মোট ব্যয় হবে ২৭৬ কোটি ৬৬ লাখ টাকা। একটি হচ্ছে ‘ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিসিলিয়েন্ট স্মল স্কেল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের প্রস্তাব। নর্থইস্ট হাইড্রোলিক কনসালট্যান্ট, মেটা রিসার্চ ও রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নামের তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজ পেয়েছে। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৯ লাখ টাকা।

রপ্তানি বেড়েছে পৌনে ৩ শতাংশ।

দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত মাসে ৩৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page