ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে ১৩ দশমিক ১৯ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। দেশে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে।
আগস্টে প্রতিবেশি দেশটি থেকে পণ্য আমদানি হয় ৭৬ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলারের। সেপ্টেম্বরে আমদানি হয় ৮৬ কোটি ৮ লাখ ১০ হাজার ডলারের পণ্য।
এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের পণ্য আমদানি আগের অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৪১ শতাংশ কমেছিল।
ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিল থেকে সেপ্টেম্বর, এ ছয় মাসে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির অর্থমূল্য ছিল ৫১৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার।