Wednesday, October 15, 2025
Wednesday, October 15, 2025
বাড়িকাস্টমসআইসিডি বেইজড নতুন কাস্টম হাউস গঠন করা হবে।

আইসিডি বেইজড নতুন কাস্টম হাউস গঠন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. আব্দুর রহমান খান বলেছেন, চট্টগ্রামে আইসিডি বেইজড একটি নতুন কাস্টম হাউস গঠন করা হবে। তিনি বলেন, ‘আগামী আগস্ট মাসে এ বিষয়ে সরকারি আদেশ আসবে। চট্টগ্রাম কাস্টম হাউসের বর্তমান ভবন ভেঙ্গে নতুন ভবন করা হবে। এই সময়ে চট্টগ্রামে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কয়েক বছরের জন্য কাস্টম হাউসের কার্যক্রম স্থানান্তর করা হবে।’
তিনি বলেন ‘এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের জটিলতার কারণে এর ব্র্যান্ড ভ্যালু কমে গেছে। তাই আমরা নতুন মডার্ন টেকনোলজি আগামী দুই বছরের মধ্যে ডেভেলপ করব।’

শুল্কায়নে নতুন সফটওয়্যারের বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ যারা এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহার না করে অন্যান্য যেসব সফটওয়্যার ব্যবহার করে শুল্কায়ন করে আমরা সেসব দেশের সঙ্গে যোগাযোগ করব।’

তিনি বলেন, ‘সবচেয়ে মডার্ন টেকনোলজি এনে আমরা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ নিয়েছি। যাতে কোনো অবস্থাতেই সফটওয়্যার স্লো না হয়। কাজের ব্যাঘাত না ঘটে। শুরুতে কয়েকটি শুল্ক স্টেশনে পরীক্ষামূলকভাবে এই প্রয়োগ করব। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত দুই বছর সময় লাগবে।’

আব্দুর রহমান খান বলেন, চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন ভবন। এই ভবন নির্মাণের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। ভবন নির্মাণ শুরু হলে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর করা হবে। সব ব্যবসায়ীর আগ্রাবাদ বেইজড অফিস। সুতরায় কাস্টম হাউসের কার্যক্রম কয়েক বছরের জন্য স্থানান্তর হলে ব্যবসায়ীরা উপকৃত হবে।

তিনি আরও বলেন, এছাড়া কাস্টম একাডেমিতে নতুন একটি ভবন নির্মাণ করা হবে। আগ্রাবাদে নির্মাণ করা হবে নতুন কর ভবন। শিগগিরই এই তিনটি ভবনের কাজ শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

এলসি খোলার ক্ষেত্রে থাকছে না আর নগদ মার্জিন!

পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ন্যূনতম দর বা নগদ মার্জিন আর থাকছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page