Wednesday, April 9, 2025
Wednesday, April 9, 2025
বাড়িবিজনেস আপডেট১৬ হাজার মেট্রিক টন চাল এলো প্রতিবেশী দেশ ভারত থেকে।

১৬ হাজার মেট্রিক টন চাল এলো প্রতিবেশী দেশ ভারত থেকে।

‘বিএমসি আলফা’ ও ‘এমভি সি ফরেস্ট’ নামের জাহাজ দুটি ভারতের ওডিশা রাজ্যের ধামরা বন্দর থেকে মোট ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে এসেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল বলেন, ভারত থেকে আসা জাহাজ দুটির মধ্যে পানামার পতাকাবাহী ‘বিএমসি আলফা’ জাহাজটি ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে বর্তমানে মোংলা বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় এবং থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ায় অবস্থান করছে। শনিবার রাতে জাহাজ দুটি মোংলা বন্দরে এসে পৌঁছেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামীকাল সোমবার থেকে দুই জাহাজের চাল খালাস শুরু হওয়ার কথা।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে তখন ৫ হাজার ৭০০ মেট্রিক টন এসেছিল দেশে। মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা চালের দ্বিতীয় চালান। দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাল সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।

মোংলা খাদ্যনিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে মোট ৩ লাখ টন চাল আসবে দেশে। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হবে চট্টগ্রাম বন্দরে।

৫০ টি দেশের বিনিয়োগকারীরা যোগ দিচ্ছেন বিনিয়োগ সম্মেলনে!

দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আজ। এতে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page