বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন এমডি হিসেবে ড. বিজয় প্রকাশ সম্প্রতি যোগদান করেছেন। এর আগে তিনি ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. বিজয় প্রকাশ ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেছেন।
আইআইটি, কানপুর থেকে ক্যাম্পাস নিয়োগের মাধ্যমে ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগ দেন ড. বিজয় প্রকাশ। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রতিষ্ঠানটির প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, রেগুলেটরি ছাড়পত্র, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি, অ্যাশ ইউটিলাইজেশন এবং সেফটিসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।