Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িবিজনেস আপডেটবিকাশ, নগদ, রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে।

বিকাশ, নগদ, রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে।

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) গ্রাহকদের লেনদেন সীমা বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকেরা এখন থেকে দৈনিক ও মাস ভিত্তিতে আগের চেয়ে বেশি টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি এমএফএস হিসাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে। আগে সর্বোচ্চ তিন লাখ টাকা জমা রাখার সুযোগ ছিল। এ ছাড়া লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে। ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং ঈদের আগে গ্রাহকের লেনদেনের বাড়তি চাহিদা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকেরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদকে সামনে রেখে বিকাশ, রকেট, নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলোয় লেনদেনের পরিমাণ বেশ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে এসব সেবায় লেনদেনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ চালু হচ্ছে দেশে!

বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন যুগ। এবার ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page