বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) গ্রাহকদের লেনদেন সীমা বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকেরা এখন থেকে দৈনিক ও মাস ভিত্তিতে আগের চেয়ে বেশি টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি এমএফএস হিসাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে। আগে সর্বোচ্চ তিন লাখ টাকা জমা রাখার সুযোগ ছিল। এ ছাড়া লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে। ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং ঈদের আগে গ্রাহকের লেনদেনের বাড়তি চাহিদা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে গ্রাহকেরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদকে সামনে রেখে বিকাশ, রকেট, নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলোয় লেনদেনের পরিমাণ বেশ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে এসব সেবায় লেনদেনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিকাশ, নগদ, রকেটে দিনে ৫০ হাজার টাকা পাঠানো যাবে।
RELATED ARTICLES