Saturday, July 12, 2025
Saturday, July 12, 2025
বাড়িবিজনেস আপডেটসুজুকি প্রাইভেট কারের নতুন শোরুম চালু করল উত্তরা মোটরস!

সুজুকি প্রাইভেট কারের নতুন শোরুম চালু করল উত্তরা মোটরস!

উত্তরা মোটরস লিমিটেড গত সোমবার ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডে সুজুকি প্রাইভেট কারের নতুন প্রিমিয়াম এক্সপেরিয়েন্স সেন্টার তথা শোরুম উদ্বোধন করেছে। উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউর রহমান, ব্যবসায়িক পরিকল্পনা বিভাগের পরিচালক নাঈমুর রহমান এবং মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার ইয়াসুহিকো হিরোসে ও ডিভিশনাল ম্যানেজার অনিল কুমার সাইনি যৌথভাবে সুজুকি গাড়ির এই শোরুম বা বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় উত্তরা মোটরসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে বাংলাদেশের বাজারে সুজুকি গাড়ির মধ্যে উল্লেখযোগ্য কয়েটি হলো প্রিমিয়াম সেডান সুজুকি কিয়াজ, প্রশস্ত ৭ সিটার এমপিভি এর্তিগা, ৬ সিটার এসইউভি এক্সএল৬, সম্পূর্ণ হাইব্রিড এসইউভি গ্র্যান্ড ভিতারা এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুজুকি জিমনি।

উত্তরা মোটরসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজুকির এই প্রিমিয়াম এক্সপেরিয়েন্স সেন্টার গ্রাহকসেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি সুজুকির সর্বশেষ মডেল ও আধুনিক প্রযুক্তিবিষয়ক একটি ইন্টারঅ্যাকটিভ শোরুম। এতে আরও জানানো হয়, উত্তরা মোটরস ১৯৮০ সাল থেকে বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে। এই প্রতিষ্ঠান বর্তমানে সারা দেশে ৮টি শোরুম ও ১০টি সার্ভিস সেন্টার পরিচালনা করছে।

উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউর রহমান বলেন, ‘সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এ রকম বিশ্বমানের ফ্যাসিলিটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিক্রয়কেন্দ্রটি জাপানি প্রযুক্তিতে তৈরি সুজুকি ব্র্যান্ডের গাড়িগুলোকে গ্রাহকদের কাছে আরও নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। ৩১ জুলাই এই নতুন আউটলেটে গ্রাহকদের জন্য সব গাড়িতে রয়েছে বিশেষ ক্যাশব্যাক সুবিধা।’

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। তবে দেশটিতে বাংলাদেশের পণ্যের রপ্তানি বেশি। ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page