Thursday, July 31, 2025
Thursday, July 31, 2025
বাড়িবিজনেস আপডেটমার্কিন ওষুধ কোম্পানি আইডিআরএক্স কিনে নিচ্ছে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি জিএসকে!

মার্কিন ওষুধ কোম্পানি আইডিআরএক্স কিনে নিচ্ছে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি জিএসকে!

মার্কিন ওষুধ কোম্পানি আইডিআরএক্স কিনে নিচ্ছে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি জিএসকে। ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারে এই কেনাবেচা হবে। আইডিআরএক্স বিরল ধরনের এক টিউমারের (জিআইএসটি) ওষুধ তৈরি করছে বর্তমানে। এই ওষুধ সফল প্রমাণিত হলে আরও ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে জিএসকে। জিএসকে আইডিআরএক্সের শতভাগ ইক্যুইটি কিনে নিচ্ছে। তবে এই কেনাবচার চুক্তি মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে। খবর ইকোনমিক টাইমস ও দ্য গার্ডিয়ানের।
একসময় বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা তৈরি করত জিএসকে। কিন্তু তাদের সেই ব্যবসা কমে যাচ্ছে। এই বাস্তবতায় সম্প্রতি তারা ক্যানসার চিকিৎসার ওষুধ তৈরিতে জোর দিয়েছে। জিএসকে এখন অন্ত্রের ক্যানসারের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করছে। আইডিআরএক্স কিনে নেওয়ার মাধ্যমে তাদের এই প্রক্রিয়া আরও বেগবান হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবছর ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার মানুষ এই জিএসটি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। প্রতি পাঁচজনের মধ্যে দুজনের ক্ষেত্রে দেখা যায়, জিনগত পরিবর্তনের কারণে এই ক্যানসার হচ্ছে। আইডিআরএক্স-৪২ নামে যে ওষুধ কোম্পানিটি নিয়ে আসছে, তা এই জিনগত পরিবর্তন রুখে দেবে। এই ওষুধের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সফলতা পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো ওষুধ অনুমোদন পায়নি।
জিএসকের বাণিজ্যিক কর্মকর্তা লুক মিয়েলস বিবৃতিতে বলেন, জিএসকে বর্তমানে যে কৌশল নিয়ে চলছে, আইডিআরএক্স কেনার মধ্য দিয়ে তা আরও বেগবান হবে। যেসব রোগের চিকিৎসায় ওষুধের ঘাটতি আছে, জিএসকে সেখানে মনোযোগ দিচ্ছে এখন।

পণ্য রপ্তানি বেড়েছে ইপিজেড থেকে!

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ) ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ, যা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page