Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িবিজনেস আপডেটশুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার !

শুরু হতে যাচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার !

সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫। বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিকসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে।

আজ গণমাধ্যমে পাঠানো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলাটি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও এফবিসিসিআই যৌথভাবে আয়োজন করছে। সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ ব্যবসায়ী নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশন ও বিষয়ভিত্তিক আলোচনা অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের।

‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ চালু হচ্ছে দেশে!

বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন যুগ। এবার ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page