Thursday, July 31, 2025
Thursday, July 31, 2025
বাড়িবিজনেস আপডেটবাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে নতুন সংগঠন শিল্পমালিক সমিতির যাত্রা শুরু

বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে নতুন সংগঠন শিল্পমালিক সমিতির যাত্রা শুরু

বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প সমিতি (বিএসআইএ) নামে মাইক্রোচিপ শিল্প খাতের মালিকেরা একটি নতুন সংগঠন গড়ে তুলেছেন। ২০২৪-২৭ সাল মেয়াদের নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যেখানে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার। মার্স সলিউশন লিমিটেডের এমডি এম ই চৌধুরী শামীম জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ।

এই সংগঠনটি বাংলাদেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি ও বৈশ্বিক প্রযুক্তিগত প্রবণতার সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের সারিবদ্ধ করার ক্ষেত্রে কাজ করবে। দেশের সেমিকন্ডাক্টর শিল্পের উদ্ভাবন, বৃদ্ধি ও সহযোগিতাকে বিএসআইএ উৎসাহিত করবে এবং বিশ্ববাজারে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাবে।

সারা বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পের বাজার প্রায় ৬৩০ বিলিয়ন বা ৬৩ হাজার কোটি মার্কিন ডলারের। এ বাজার বেড়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন বা ১ লাখ ৩০ হাজার কোটি ডলারে উন্নীত হবে আগামী ২০৩০ সাল নাগাদ । বাংলাদেশে এ বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারে পৌঁছাবে ২০৩০ সালের মধ্যে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সেমিকন্ডাক্টর নকশা ও অন্যান্য সহযোগী ব্যবসা থেকে ৯ মিলিয়ন ৯০ লাখ মার্কিন ডলার আয় হয়।

পণ্য রপ্তানি বেড়েছে ইপিজেড থেকে!

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ) ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ, যা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page