বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন চেয়ারম্যান হিসেবে আশরাফ উদ্দিন আহমেদ খান সম্প্রতি যোগদান করেছেন। এ সময় বিসিকের সব কর্মকর্তা-কর্মচারী ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
আশরাফ উদ্দিন আহমেদ খান ১৯৯৪ সালের ২৫ এপ্রিল ১৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৮৭ সালে এমএসসি (গণিত) সম্পন্ন করেন। এছাড়া ২০১১ সালে নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।