চীনের হাইসেন্স ইন্টারন্যাশনাল অংশীদারির মাধ্যমে যাত্রা শুরু করেছে ফেয়ার ইলেকট্রনিকস।তারা ‘বাংলাদেশ হাইসেন্স’ নামে নতুন ব্র্যান্ড গড়ে তুলেছে। এর ফলে দেশের উৎপাদন খাতের সক্ষমতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা। তাঁরা মনে করেন, এই অংশীদারির মধ্য দিয়ে দেশে কর্মসংস্থান বাড়বে এবং আরও প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি হবে।রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ হাইসেন্স’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমন মত দেন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি এবং হাইসেন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ক্যাথরিন ফ্যাং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন আল মাহবুব প্রমুখ।শেখ বশিরউদ্দীন হাইসেন্স ইন্টারন্যাশনালকে আশ্বাস দেন যে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণে সরকার যথাসাধ্য সহযোগিতা করবে। তিনি আরও বলেন, হাইসেন্সের মতো বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কোম্পানির অংশীদারি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে তিনি ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের ফেয়ার গ্রুপের সঙ্গে হাইসেন্সের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের এই অংশীদারত্বের ফলে বোঝা যায়, বাংলাদেশের উৎপাদন খাত কতটা এগিয়েছে।ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন আল মাহবুব বলেন, বাংলাদেশের বাজার অনেক বড়। এখানকার জনগোষ্ঠীর বড় অংশ এখনো তরুণ । ফলে ভবিষ্যতে ইলেকট্রনিকস পণ্যের বাজার আরও বড় হবে। হাইসেন্স সম্পর্কে তিনি বলেন, এটি একটি উদ্ভাবনী প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কথা, তাদের পণ্য বাংলাদেশের স্থানীয় বাজারের জন্য উপযোগী এবং দামও মানুষের নাগালের মধ্যে রয়েছে।
নতুন ব্র্যান্ড ‘হাইসেন্স’ এর যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশে।
RELATED ARTICLES