এবারের ঈদে ‘হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’ শীর্ষক ক্যাম্পেইন বা বিক্রয় কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে এ ক্যাম্পেইন চলে। এর আওতায় হারল্যান স্টোর থেকে কসমেটিকস, তথা প্রসাধনী ও স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যার পণ্য কিনে এখন পর্যন্ত ছয়জন স্কুটি জিতেছেন। এ ছাড়া লাখ টাকার ক্যাশ ভাউচার জিতেছেন ক্রেতারা।
হারল্যান ব্র্যান্ডশপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘বাজারে প্রচুর মানহীন ও ভেজাল পণ্য রয়েছে। এ রকম পরিস্থিতিতে আমরা মানুষের দৈনন্দিন চাহিদা বিবেচনায় স্টোরগুলোতে নামীদামি ব্র্যান্ডের মানসম্পন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করেছি। ফলে আমাদের শপগুলোতে প্রতিনিয়ত উপচে পড়া ভিড় হয়েছে। সব মিলিয়ে দেশব্যাপী হারল্যানের রিটেইল আউটলেটগুলোয় গত ঈদের তুলনায় এবার বিক্রি প্রায় ৫০০ শতাংশ বেশি হয়েছে। হারল্যান স্টোরে এখন দেশি-বিদেশি ১৬টির বেশি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।’