সম্প্রতি শিল্প ও ক্যাপটিভের প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ টাকা ৭২ পয়সা বাড়িয়ে দ্বিগুণের বেশি করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। সেই পরিপ্রেক্ষিতে বিটিএমএর সভাপতি শওকত আজিজ বলেন গ্যাসের দাম দ্বিগুণ করা হলে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে জেতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার চার দিনব্যাপী ডিটিজি শুরু হবে। এবার প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে।
মেলায় টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও এক্সেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া থাকবে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার। থাকবে ডিটিজি ফ্যাশন শো। এই প্রদর্শনী হবে এক ছাদের নিচে দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।