সম্প্রতি ইলন মাস্কের এআই ( আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ উত্তোলন করেছে। সাম্প্রতিক এই অর্থায়ন বা ফান্ডিং রাউন্ডে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ধার্য করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার- যেটা এর আগের ফান্ডিং রাউন্ডে ধার্যকৃত বাজারমূল্যের চেয়ে দ্বিগুণেরও বেশি।
মাস্কের মালিকানাধীন ‘এক্সএআই’ স্টার্টআপটি ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠার পর থেকেই জেনারেটিভ এআই প্রযুক্তির উন্নয়নে কাজ করে আসছে। চলতি বছরের মে মাসে প্রতিষ্ঠানটি ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ উত্তোলনের পর এবার ৫ বিলিয়ন ডলার অর্থায়ন পেল।
এক্সএআই-এর সাম্প্রতিক ফান্ডিং রাউন্ডে বিনিয়োগ করেছে কাতারের সার্বভৌম তহবিল (সভরিন ওয়েলথ ফান্ড)। পাশাপাশি অংশ নিয়েছে ভ্যালর ইক্যুইটি পার্টনারস, সিকোইয়া ক্যাপিটাল ও অ্যানড্রেসেন হরোউইটজ্ এর মতো বেশ কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠান।
সাম্প্রতিক এই বিনিয়োগের অর্থ দিয়ে এক্সএআই শক্তিশালী মাইক্রোচিপ কিনতে যাচ্ছে যেগুলো এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হবে বলে জানা গেছে। বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়াকে ইতোমধ্যেই ১ লাখ মাইক্রোচিপের ক্রয়াদেশও দিয়ে রেখেছে মাস্কের প্রতিষ্ঠান।
এক্সএআই-এর প্রধান প্রোডাক্ট হচ্ছে ‘গ্রক’ নামের এআই চ্যাটবট। জেনারেটিভ এআই-ভিত্তিক এই চ্যাটবটটি ইতোমধ্যেই বেশ সাড়া জাগিয়েছে প্রযুক্তিপ্রেমীদের মাঝে। বিশেষ করে গ্রক-এর ইমেজ জেনারেট করার সক্ষমতা বেশ ঈর্ষা-জাগানিয়া। মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার)-এর
‘প্রিমিয়াম সাবসক্রিপশন’ ব্যবহারকারীরাই ‘গ্রক’ ব্যবহার করতে পারেন। উল্লেখ্য, আসছে ডিসেম্বরে ‘গ্রক’ চ্যাটবটের তৃতীয় সংস্করণটি উন্মোচন করতে পারে এক্সএআই।
৫০ বিলিয়ন ডলারের এ আই প্রতিষ্ঠান ইলন মাস্কের।
RELATED ARTICLES