শেয়ারবাজার থেকে প্রায় সাড়ে ৩৭ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা। আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এই ঘোষণা দেন। ডিএসইতে দেওয়া ঘোষণায় আরিফ দৌলা জানিয়েছেন, তিনি আগামী ৩০ দিনের মধ্যে শেয়ারবাজার থেকে এসিআইয়ের ২৫ লাখ শেয়ার কিনবেন। আজ ঢাকার বাজারে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যে এসিআইয়ের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫০ টাকা। সেই হিসাবে ২৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় সাড়ে ৩৭ কোটি টাকা। এর আগে গত মাসেও আরিফ দৌলা বাজার থেকে ছয় লাখ শেয়ার কিনেছিলেন। আর এখন নতুন করে ২৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন করলে এক মাসের মধ্যে তিনি কোম্পানিটির ৩১ লাখ শেয়ার নিজের নামে কেনা সম্পন্ন করবেন।
শুধু আরিফ দৌলা নয়, সম্প্রতি বাজার থেকে এসিআইয়ের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কিনেছেন কোম্পানিটির চেয়ারম্যান ও শিল্পোদ্যোক্তা আনিস উদ দৌলা, পরিচালক সুস্মিতা আনিস। এর মধ্যে আনিস উদ দৌলা ১৬ লাখ ও সুস্মিতা আনিস ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কিনেছেন। সব মিলিয়ে গত মাসে কোম্পানির তিন পরিচালক আনিস উদ দৌলা, আরিফ দৌলা ও সুস্মিতা আনিস মিলে এসিআইয়ের ৫০ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার বাজার থেকে কিনেছিলেন। এরপর নতুন করে আরও সাড়ে ৩৭ কোটি টাকার সমমূল্যের শেয়ার কেনার ঘোষণা দিলেন আরিফ দৌলা।