Monday, December 23, 2024
Monday, December 23, 2024
বাড়িবিজনেস আপডেট"শুরুর আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১০৬ কোটি, সূচক ঊর্ধ্বমুখী ১৪ পয়েন্ট!"

“শুরুর আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১০৬ কোটি, সূচক ঊর্ধ্বমুখী ১৪ পয়েন্ট!”

সপ্তাহের প্রথম কার্যদিবসে ১৭ নভেম্বর রবিবার, দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর লেনদেনের সূচক সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য মতে, ১৭ নভেম্বর প্রথম আধা ঘণ্টায় লেনদেনের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৯ দশমিক ৭৯ পয়েন্টে ও ১ হাজার ১৯৩ দশমিক ৪০ পয়েন্টে। প্রথম আধা ঘণ্টায় শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের। এদের মধ্যে ১৯৩টির কোম্পানির শেয়ারের দাম বেড়েছে , কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, ১৭ নভেম্বর প্রথম আধা ঘণ্টায় লেনদেনের প্রধান মূল্যসূচক সিএএসপিআই ৩১ দশমিক ৭৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৯১১ দশমিক ৯৮ পয়েন্টে ও ৯ হাজার ৮১ দশমিক ৯৯ পয়েন্টে। আর সিএসআই সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯৬০ দশমিক ২৩ পয়েন্টে ও ১ হাজার ১৪৩ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৪৬ দশমিক ৩১ পয়েন্টে। এদের মধ্যে ৩২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

প্রান্তিক খামার বন্ধের ঘোষণা খামারিদের

ছোট খামারিদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। এসব দাবি না মানলে আগামী ১ জানুয়ারি...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page