দেশের প্রথম মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ডিজিটাল পেমেন্টের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসা যার অংশীদারিত্বে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক চিকিৎসা খরচে প্রয়োজনীয় অর্থের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ও সহজলভ্যতা নিশ্চিত করবে এই কার্ড। ২৩ ডিসেম্বরে তেজগাঁওয়ে অবস্থিত ব্র্যাক ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড উন্মোচন করা হয়। দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রধান সাব্বির আহমেদ।
আন্তর্জাতিক খরচের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য জনপ্রতি বাৎসরিক খরচের পরিমাণ বরাদ্দ রয়েছে। সেটি হলো সাধারণ আন্তর্জাতিক খরচের জন্য ১২ হাজার মার্কিন ডলার এবং চিকিৎসার জন্য অতিরিক্ত ১০ হাজার মার্কিন ডলার। তবে চিকিৎসার জন্য এই তহবিল ব্যবহার ও ব্যবস্থাপনা অনেক জটিল মনে হতে পারে। এই সমস্যার সমাধান হিসেবে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে নাগরিকদের চিকিৎসা কোটার সহজ ব্যবহার নিশ্চিতে যৌথভাবে এই মেডিকেল ডেবিট কার্ড চালু করেছে ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি।
প্রিপেইড কার্ডের তুলনায় বেশি সুবিধা দেবে এই মেডিকেল কার্ড। সম্প্রতি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। উদ্ভাবনী এই মেডিকেল ডেবিট কার্ড ভ্রমণকারীদের চিকিৎসা খরচের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। প্রতিবন্ধকতা ছাড়াই কার্ডধারীরা সরাসরি তাঁদের ব্যাংক হিসাব থেকে চিকিৎসা, থাকা ও খাওয়ার খরচ বহন করতে পারবেন। এ ছাড়া বিদেশে চিকিৎসা খরচের ওপর ছাড়সহ বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক।
RELATED ARTICLES