বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দিয়েছে যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদল। তারা বলেছে, ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমন আহ্বান জানান ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) চেয়ারম্যান ইকবাল আহমেদ।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতগুলোর খোঁজ-খবর নিতে ইউকেবিসিসিআইয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলে উভয় পক্ষই সুফল পাবে বলে মন্তব্য করেন এফবিসিসিআইয়ের প্রশাসক। আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহব্যবস্থার সুফল কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) ইত্যাদি বিষয়ে দুই দেশকে দ্রুত অগ্রসর হওয়ার পরামর্শ দেন তিনি।