Sunday, August 3, 2025
Sunday, August 3, 2025
বাড়িব্যাংকিংডলার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাজারে ডলারের তেমন কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ মুহূর্তে বাজারে ডলারের তেমন কোনো সংকট নেই। ডলারের দাম বেশ স্থিতিশীল। তবে কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য নির্ধারণ করবে না। ডলারের আমদানি ও চাহিদার ভিত্তিতে দাম নির্ধারিত হবে।
দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে মন্তব্য করে তাসকীন আহমেদ বলেন, ব্যাংকঋণের উচ্চ সুদহার ব্যবসার খরচ ক্রমাগতভাবে বাড়িয়ে দিচ্ছে। তাই বিদ্যমান পরিস্থিতিতে সুদহার সহনীয় পর্যায়ে রাখার ওপর জোর দেন তিনি। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার অনুরোধ জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জিং পরিস্থিতি বিবেচনায় ব্যাংকঋণের শ্রেণীকরণের সময়সীমা কমপক্ষে আরও তিন থেকে ছয় মাস বাড়ানো প্রয়োজন। এ ছাড়া দেশের বাইরে ব্যবসায়িক কার্যালয় স্থাপনের বিদ্যমান কঠোর নীতিমালা কিছুটা হলেও শিথিল করা দরকার। এতে আমদানি-রপ্তানি ও বিনিয়োগ বাড়বে। এ ছাড়া দেশের সামগ্রিক আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের দায়বদ্ধতা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বেশকিছু উদ্যোগ নিয়েছে। এতে শীঘ্রই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো ধরনের মার্জিন ছাড়াই ঋণপত্র খুলতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ‘ডিজিটাল ফার্স্ট’ শাখা চালু!

রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের প্রথম‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page