রপ্তানিমুখী এসএমই খাতে অর্থায়ন বাড়াতে চায় সোনালী ব্যাংক বৃহস্পতিবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান এক মতবিনিময় সভায় এই তথ্য জানান। মতবিনিময় সভায় তিনি জানান ২০২৪ সালে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। এই মুনাফা আগের বছরের চেয়ে ১ হাজার ৭৮৮ কোটি টাকা বেশি। ২০২৩ সালে সোনালী ব্যাংক পরিচালন মুনাফা করেছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত ওই বছর ব্যাংকটির নিট মুনাফা দাঁড়ায় ৬৫১ কোটি টাকায়।
২০২৪ সালে ব্যাংকটির আমানত ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকায়। তবে ২০২৩ সালের তুলনায় ঋণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। গত বছর শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৪৮০ কোটি টাকা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায় শোধ করে দেওয়ার কারণে ঋণ কমে গেছে। তবে প্রকৃত ঋণ ১০ হাজার কোটি টাকা বেড়েছে।
এসএমই খাতে অর্থায়ন বাড়াতে চায় সোনালী ব্যাংক
RELATED ARTICLES