শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান—সবাইকে এক আর্থিক সেবায় বেঁধেছে প্রাইম ব্যাংক। শিক্ষকের বেতন গ্রহণ, শিক্ষার্থীর বেতন পরিশোধ, অভিভাবকদের শিক্ষাঋণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের লেনদেন সবই মিলছে এখন ব্যাংকটির প্রাইম একাডেমিয়া সেবায়। শিক্ষা নিয়ে এটি প্রাইম ব্যাংকের একটি নতুন আর্থিক সেবা। ব্যাংকটি বেশ আগে থেকে শিক্ষাসংক্রান্ত নানা সেবা দিয়ে এলেও সব সেবাকে এক সেবার আওতায় এনেছে গত বছরের মে মাসে।
নতুন এই সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৭০০ প্রতিষ্ঠান এই সেবার গ্রাহক হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই অনলাইনে বা প্রাইম ব্যাংকের যেকোনো শাখা বা সেন্টারে গিয়ে এই সেবা গ্রহণ করতে পারছেন। প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি প্রাইম ব্যাংকের ইসলামি ধারার সেবায়ও এই সুবিধা পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সেবাটি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে।
নতুন এই সেবার বিষয়ে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী বলেন, ‘শিশুশিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাজীবনে বিভিন্ন ধরনের আর্থিক সেবার প্রয়োজন হয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, প্রতিষ্ঠান ও অভিভাবক—সবাই এই সেবার গ্রাহক। এ জন্য শিক্ষাসংক্রান্ত সব সেবাকে এক পণ্যের বা এক ছাতার অধীনে নিয়ে এসেছি আমরা। এরই মধ্যে ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাইম ব্যাংকের সঙ্গে এই সেবা গ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।’
নতুন এই সেবার সঙ্গে যুক্ত প্রাইম ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাইম একাডেমিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন ও অফলাইনে সব ধরনের বেতন ও ফি সংগ্রহ করতে পারছে। প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্য কর্মীদের জন্য রয়েছে হিসাব খোলার ব্যবস্থা। এ ছাড়া তাঁরা পাচ্ছেন অগ্রিম বেতন নেওয়ারও সুযোগ। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই সেবায় রয়েছে ৪ শতাংশ সুদ বা মুনাফায় চলতি হিসাব পরিচালনার সুযোগ। আর চুক্তিবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য রয়েছে ৫ শতাংশ সুদ বা মুনাফায় আমানত হিসাব খোলার সুযোগ।
কোনো শিক্ষকের মৃত্যু হলে বা শারীরিক অক্ষমতাজনিত কিছু ঘটলে এতে ৩ লাখ টাকা পর্যন্ত বিমা–সুবিধাও রয়েছে প্রাইম একাডেমিয়া সেবায়। পাশাপাশি শিক্ষকেরা ৭ লাখ টাকা পর্যন্ত সীমার ক্রেডিট কার্ডও পাচ্ছেন হিসাব খুললে। এ ছাড়া ২ কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ, ৬০ লাখ টাকা পর্যন্ত গাড়ি কেনার ঋণ ও ২০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের সুবিধা পাচ্ছেন শিক্ষকেরা। আরও পাচ্ছেন বিনা মূল্যে ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
এ ছাড়া ছাত্রছাত্রীরা প্রাইম একাডেমিয়ায় সহজে হিসাব খুলতে পারছেন। ২৫ বছর বয়স পর্যন্ত ১০০ টাকা জমা দিয়ে হিসাব খোলা যাচ্ছে। এতে বছর শেষে গুনতে হবে না কোনো মাশুল। রয়েছে বিনা খরচে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরাও এই সেবার আওতায় সহজে হিসাব খুলতে পারছেন। এ ছাড়া প্রাইম একাডেমিয়ায় অভিভাবকেরা সন্তানের শিক্ষা খরচের জন্য পাচ্ছেন ঋণসুবিধা। এ ক্ষেত্রে সেমিস্টারভিত্তিক ঋণসুবিধা চালু করেছে প্রাইম ব্যাংক।