Saturday, August 30, 2025
Saturday, August 30, 2025
বাড়িব্যাংকিংএপ্রিল–মে তে নতুন নকশার নোট আসছে বাজারে।

এপ্রিল–মে তে নতুন নকশার নোট আসছে বাজারে।

নতুন নকশার নোট বাজারে আসবে এপ্রিল-মে মাসে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন নকশার নোট মুদ্রণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই বাজারে নতুন নকশার নোট আসবে। তার আগপর্যন্ত বাজারে নগদ অর্থের চলমান চাহিদা মেটাতে বিদ্যমান নকশার নোট বাজারে দিতে হচ্ছে।


ধর্মীয় উৎসবের আগে জনসাধারণের মধ্যে ব্যাপক চাহিদা থাকায় তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে কম মূল্যমানের নতুন নোট বিনিময় করে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় ১৯ থেকে ২৫ মার্চ ঢাকা বিভাগের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০ শাখার মাধ্যমে বিভিন্ন মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।

প্রথম অ্যাপনির্ভর সেবা চালু করল ইউনাইটেড ফাইন্যান্স!

গ্রাহকদের অ্যাপনির্ভর সেবা দিতে ‘ইউনাইটেড মোবাইল অ্যাপ্লিকেশন’ বা ‘উমা’ নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স। উমা অ্যাপের মাধ্যমে একজন...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page