Wednesday, July 30, 2025
Wednesday, July 30, 2025
বাড়িব্যাংকিং‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ডে’ স্বর্ণপদক পেল ব্র্যাক ব্যাংক!

‘কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ডে’ স্বর্ণপদক পেল ব্র্যাক ব্যাংক!

কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনী সেবার জন্য স্বর্ণপদক পেয়েছে ব্র্যাক ব্যাংক। ডিজিটাইজেশনের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক খাত ও মার্কেটে প্রবেশাধিকার আরও সহজ করার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।


যুক্তরাষ্ট্রভিত্তিক গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পরিবর্তনমূলক উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে ব্যাংকটি। পুরস্কারটি প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধির ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।


১৯ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘ডিস্ট্রিবিউশন’ ক্যাটাগরিতে এই গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইমার্জিং করপোরেট ইন্দ্রজিৎ সুর এবং হেড এসএমই বিজনেস সাপোর্ট মহসিনুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বর্ণপদক প্রাপ্তি ব্যাংকিং এক্সেলেন্স এবং উদ্ভাবনে গ্লোবাল লিডার হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।


সম্মাননার অংশ হিসেবে খরাপ্রবণ এলাকায় ব্র্যাক ব্যাংকের নামে একটি বৃক্ষরোপণের মাধ্যমে টেকসইয়ের প্রতি নিজেদের দৃঢ় প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেছে কোরাস। পরিবেশের প্রতি এটি ব্র্যাক ব্যাংক ও কোরাসের সমমূল্যবোধ ও প্রতিশ্রুতির উদাহরণ।


কোরাস রিইনভেনশন অ্যাওয়ার্ড হলো কোরাস-ইনফোসিস ফিনাকল ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ডের অংশ, যা ব্যাংকিং ও আর্থিক সেবার শ্রেষ্ঠত্ব উদ্‌যাপন করে থাকে।

ব্র্যাক ব্যাংকের ‘ডিজিটাল ফার্স্ট’ শাখা চালু!

রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের প্রথম‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page