রাজধানীর নর্থ গুলশান অ্যাভিনিউয়ে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি ব্যাংকের প্রথম‘ডিজিটাল ফার্স্ট’ শাখা, যেখানে গ্রাহকেরা প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং সেবা দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে এই শাখায় অনেকগুলো উদ্ভাবনী ডিজিটাল সেবা যুক্ত করা হয়েছে। এই সেবার মধ্যে আছে চেক ও কার্ডের নিরাপদ সংগ্রহের জন্য একটি সার্বক্ষণিক ডিজিটাল ডেলিভারি সিস্টেম ‘ডিজি বক্স’ এবং নির্বিঘ্নে স্থানান্তরের জন্য সহজ ডিজিটাল ফাইল শেয়ারিং সেবা। এই শাখায় বিশেষ প্রিমিয়াম লাউঞ্জ ও লকার সুবিধা আছে।
২৮৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস ও ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক-সমৃদ্ধ ব্যাংক।