১২৩ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। ব্যাংকগুলোকে একই রকম নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকও। ডলারের ক্রয়মূল্য ১২৬-১২৭ টাকায় ওঠার পর এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। ব্যাংক অতিরিক্তি দামে ডলার কেনার কারণে আমদানিকারকদেরও বেশি দামে ডলার কিনতে হচ্ছে। ফলে আমদানি করা পণ্যের দাম বাড়ছে। বেসরকারি কয়েকটি ব্যাংকের ট্রেজারিপ্রধান এ তথ্য জানিয়েছেন।
ডিসেম্বরের মধ্যে আমদানি দায় পরিশোধ করার নির্দেশ দেওয়ার পর এক মাস ধরে ডলারের বাজার আবার কিছুটা অস্থির হয়ে উঠেছে। কিছু ব্যাংক ১২৬-১২৭ টাকায় ডলার কেনার কারণে বাজারে ডলারের বিক্রয়মূল্য বেড়ে যায়। এ পরিস্থিতিতে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকগুলো নিজেরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ১২৩ টাকার বেশি দামে ডলার কিনবে না। এমন সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৪ টাকা ৫০ পয়সা দরে প্রবাসী আয়ের ডলার কেনে। ফলে ডলারের দাম আবার কমতে শুরু করেছে।
ব্যাংকাররা জানান, ডিসেম্বরের শুরুতে পুরোনো আমদানি দায় পরিশোধের জন্য কয়েকটি সরকারি ও একটি বেসরকারি খাতের ব্যাংক বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনতে শুরু করে। এতে অন্য ব্যাংকও বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। ফলে হঠাৎই ডলারের দাম বেড়ে যায়।
ডলার কেনার ব্যাপারে ব্যাংকগুলোর সিদ্ধান্ত।
RELATED ARTICLES