Monday, September 8, 2025
Monday, September 8, 2025
বাড়িকাস্টমসঢাকা ব্যাংকের বন্ডে বিএসইসির অসম্মতি

ঢাকা ব্যাংকের বন্ডে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির নতুন বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই মধ্যে ব্যাংকটিকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়ে দেয়া হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিএসইসির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত বছরের জুনে ‘ঢাকা ব্যাংক চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ড’ নামে একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওই বন্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। এর উদ্দেশ্য ছিল ব্যাংকটির টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা। এদিকে বন্ড ইস্যুর বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিএসইসিতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সমন্বিত মুনাফা বেড়েছে ১৫ দশমিক ২৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। 

রাজস্ব আদায়ে গতি ফেরেনি এনবিআরের!

গত জুলাই মাসে শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায় ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page