Thursday, July 31, 2025
Thursday, July 31, 2025
বাড়িবিজনেস আপডেটশেয়ার হস্তান্তর করবেন লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা

শেয়ার হস্তান্তর করবেন লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি লংবাবাংলা ফাইন্যান্স পিএলসির উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম কোম্পানিটির মোট ১ কোটি ৮ লাখ শেয়ার তার পুত্র আবরার আনাম চৌধুরীকে উপহার হিসেবে দেবেন। স্টক এক্সচেঞ্জের লেনদেন পদ্ধতির বাইরে উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার হস্তান্তর করা হবে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৪৩০ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩৩ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৪ দশমিক ১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৪১ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির। মূলত শেয়ারে বিনিয়োগ থেকে আয় কমার পাশাপাশি, ব্রোকারেজ আয়, ফি, এক্সচেঞ্জ ও পরিচালন ব্যয় বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রতিষ্ঠানটির। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে ১২ পয়সা। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে বা প্রথমার্ধে (জানুয়ারি-জুন, ২০২৪) ইপিএস হয়েছে ২০ পয়সা, আগের বছরের একই সময় ছিল ৩২ পয়সা। অর্থাৎ প্রথম দুই প্রান্তিকের হিসেবে শেয়ারপ্রতি আয় কমেছে ১২ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ২ পয়সা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১৮ টাকা ৮২ পয়সা। এছাড়া প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৪ পয়সা, অথচ আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪২ পয়সা।

পণ্য রপ্তানি বেড়েছে ইপিজেড থেকে!

২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড ) ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ, যা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page