Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্যবিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ি!

বিশ্বের সবচেয়ে দামি ১০ গাড়ি!

বিলাসবহুল গাড়ি কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং এগুলো সম্পদ, ক্ষমতা, মর্যাদা ও নৈপুণ্যেরও প্রতীক। এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়িগুলো আধুনিক অটোমোবাইল প্রকৌশলের উৎকৃষ্ট উদাহরণ। যেমন নতুন প্রযুক্তি, নিখুঁত কারুশিল্পের সমন্বয় ঘটেছে এসব গাড়িতে।

কিন্তু এসব গাড়ি কেন এত ব্যয়বহুল। এর রহস্য লুকিয়ে আছে তাদের অনন্য নকশা, সীমিত উৎপাদন ও আধুনিক উপকরণে। এসব কারণে এই গাড়িগুলোর প্রতি মানুষের তীব্র আকর্ষণ। এসব গাড়ি তৈরি হয় ধনকুবের অভিজাতদের জন্য। তাঁরা এসব গাড়ি কেবল মর্যাদার প্রতীক নয়, বিনিয়োগ হিসেবেও দেখেন। সূত্র মিডল ইস্ট ইকোনমি।

এই বিপুল দামের কারণ হিসেবে বিশ্লেষকেরা মনে করেন, সীমিত উৎপাদন ও অতুলনীয় কারিগরি। গাড়ির অভ্যন্তরে অতুলনীয় কারুকাজ, মূল্যবান ধাতুর ব্যবহার ও বিশেষায়িত নকশায় তৈরি এসব গাড়ি ধনীদের মর্যাদার প্রতীক। রোলস–রয়েস ও বুগাতির মতো ব্র্যান্ড বিলাস ও নৈপুণ্যের অনন্য মিশেল।

দেখে নেওেয়া যাক, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি কোনগুলো।

১. রোলস-রয়েস লা রোজ নোয়র ড্রপটেইল: দাম তিন কোটি ডলার

২. রোলস-রয়েস বোট টেইল: দাম ২ কোটি ৮০ লাখ ডলার

৩. বুগাতি লা ভোইচুর নোয়ার: দাম ১ কোটি ৮৭ লাখ ডলার

৪. পাগানি জন্ডা এইচপি বারচেটা: দাম ১ কোটি ৭০ লাখ ডলার

৫. রোলস-রয়েস সুইপটেল: দাম ১ কোটি ৩০ লাখ ডলার

৬. বুগাতি সেন্টোডিয়েচি: দাম ৯০ লাখ ডলার

৭. মার্সেডিজ-মায়বাখ এক্সেলেরো: দাম ৮০ লাখ ডলার

৮. পাগানি হুয়াইরা কডালুঙ্গা: দাম ৭০ লাখ ডলার

৯.পাগানি হুয়াইরা ইমোলা রোডস্টার: দাম ৬০ লাখ ডলার

১০. বুগাট্টি ডিভো: দাম ৫৮ লাখ ডলার

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page