ঝকঝকে শীতাতপ নিয়ন্ত্রিত মিনিবাস। এই মিনিবাসের ভেতরে মিনি বা ছোট আকারের হাসপাতাল গড়ে তোলা হয়েছে। রোগী দেখার জন্য আছে একটি বিছানা। রোগীর প্রয়োজনে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও রয়েছে। চোখ পরীক্ষার জন্য বিশেষায়িত যন্ত্রের পাশাপাশি আছে বিভিন্ন অক্ষর ও সংকেত-সংবলিত বোর্ড। কিছু পরীক্ষার সুবিধাও থাকছে। রোগীদের সেবা দেবেন অভিজ্ঞ চিকিৎসকেরা।
স্বল্প আয়ের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে এই ভ্রাম্যমাণ হাসপাতাল ছুটে চলবে দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। শুরুতে ঢাকা ও তার আশপাশের এলাকার স্বল্প আয়ের মানুষ এই সেবা পাবেন। তারপর শিল্প এলাকার শ্রমিকেরাও এই স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। শুরুতে একটি মিনিবাস দিয়ে কার্যক্রম হলেও পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ এই হাসপাতালের সংখ্যা বাড়বে।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার এই অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগটি নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ। অনিতা অ্যান্ড স্যামসন ফাউন্ডেশনের উদ্যোগে এটি পরিচালিত হবে।
বিশিষ্ট শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ আগামীকাল বৃহস্পতিবার। এ দিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রালে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা উদ্যোগটির উদ্বোধন করবেন তাঁর চার সন্তান—স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও পরিচালক অঞ্জন চৌধুরী।