Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িবিজনেস আপডেটমোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগ করবে ওসিএফ কোম্পানি লিমিটেড!

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগ করবে ওসিএফ কোম্পানি লিমিটেড!

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ওসিএফ কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ৮০ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করবে। তাঁবু ও তাঁবু অনুষঙ্গ, যেমন ক্যাম্পিং আসবাব, আসবাব ও ব্যাগ তৈরির কারখানা স্থাপন করবে কোম্পানিটি।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী কার্যালয়ে বেপজা ও ওসিএফ কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য মো. আশরাফুল কবীর। কোম্পানিটির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ওসিএফ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাইয়ুন গিল কিম। এ সময় আরও উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রমুখ।

দক্ষিন কোরিয়ার কোম্পানিটি তাঁবু; তাঁবু ও আসবাব অনুষঙ্গ; ক্যাম্পিং চেয়ার ও টেবিল; অ্যালুমিনিয়াম; কার্বন; স্কি ও ট্রেকিং পোল; মাউন্টেন ও ওয়াকিং স্টিক; বেড কট; পেট আসবাব; অ্যারো এবং ব্যাগ তৈরি করবে। এর ফলে ৮২০ জনের কর্মসংস্থান তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বেপজা সব সময় বৈচিত্র্যময় উৎপাদন বিনিয়োগকে উৎসাহিত করে। ওসিএফ কোম্পানি লিমিটেড ভবিষ্যতে ইপিজেডগুলোতে দক্ষিণ কোরীয় বিনিয়োগ আনার ক্ষেত্রে দূত হিসেবে কাজ করবে।

হাইয়ুন গিল কিম বলেন, ‘বেপজার সার্বিক সহায়তার জন্য তাদের ধন্যবাদ। আশা করছি, আগামী বছরের মধ্যে আমাদের কারখানা উৎপাদন শুরু করবে।’

‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ চালু হচ্ছে দেশে!

বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন যুগ। এবার ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page