পাল্টা শুল্কহার কমানোর ব্যাপারে তৃতীয় দফার আলোচনা করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে সময় চেয়ে আবার ই-মেইল করেছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল সোমবার ই–মেইল পাঠিয়ে নতুন করে আলোচনা শুরুর সময় চেয়েছে।
এর আগেই অবশ্য ইউএসটিআর বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, এ সময়ে সংস্থাটির কর্মকর্তারা এত ব্যস্ত যে তাঁদের পক্ষে সময় বের করা কঠিন। ফলে বাংলাদেশ যেন তাঁদের কাছ থেকে সময় নিয়েই যুক্তরাষ্ট্রে যায়, এটি ইউএসটিআরের চাওয়া।
এদিকে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে চূড়ান্ত অবস্থানপত্র পাঠাতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ কী কী বিষয়ে একমত হতে পারবে, সেগুলো অবস্থানপত্রে বলা হতে পারে।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গত রোববার রাতে সাংবাদিকদের জানিয়েছিলেন, ইউএসটিআর তাদের কাছ থেকে সময় না নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করছে। কারণ হচ্ছে, আলোচনা করতে ইউএসটিআরের অনেক লোক নিয়ে বসতে হয় এবং তাদের একটা প্রস্তুতির ব্যাপার থাকে।