যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য দেশটি থেকে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলোতে বেশি শুল্ক ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যে গড়ে ৬ শতাংশ শুল্ক আরোপ করে বাংলাদেশ। এ হার প্রায় পুরোপুরি তুলে দেওয়াও হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক সামনে রেখে এমন চিন্তা করা হচ্ছে। এর পাশাপাশি চলছে বৈঠকের আগে নানা পর্যায়ে প্রস্তুতি। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, তৃতীয় দফার আলোচনায় সহায়তার জন্য ব্যবসায়ীদের একটি দল যুক্তরাষ্ট্রে যেতে পারে। আগামী সপ্তাহের শেষ দিকে এ আলোচনা হতে পারে। এ জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে।