সংস্কার নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় সভা করেছে। এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা, কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা ও আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা হবে—এই তিনটি সিদ্ধান্ত হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং সংস্থাটির ১৬ জন সদস্য অংশ নেন।
সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়। সেগুলো হচ্ছে: ১. এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করা। ২. এনবিআরের ইস্যু করা কর্মকর্তাদের দুটি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা এবং ৩. আগামী মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে রাজস্ব বোর্ড সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি এবং এনবিআরের সদস্যদের সভা হবে। এতে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়েও আলোচনা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যাশা করে, মঙ্গলবার অনুষ্ঠেয় সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।