Sunday, July 13, 2025
Sunday, July 13, 2025
বাড়িবিজনেস আপডেটএটলাস বাংলাদেশ লিমিটেড আবারও আনছে জাপানের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল!

এটলাস বাংলাদেশ লিমিটেড আবারও আনছে জাপানের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল!

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) আবারও জাপানের বিশ্বখ্যাত হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল আনবে। এখন থেকে এবিএল এককভাবে সরবরাহ সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) হোন্ডা কোম্পানির মোটরসাইকেল এনে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থাগুলোতে তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করবে।


এ ব্যাপারে এটলাস বাংলাদেশ ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) মধ্যে একটি চুক্তি হয়েছে। ঢাকায় বিএসইসির সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান এম এ কামাল বিল্লাহ; অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন, বাণিজ্যিক, উৎপাদন ও প্রকৌশল পরিচালক; সচিব এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সুসুমু মরিসাওয়া, প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান, বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক হিরোনরি কিজিমা এবং জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আহমেদ নাফিস আল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান এম এ কামাল বিল্লাহ বলেন, ‘প্রতিষ্ঠার সময় থেকে এবিএল বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড হোন্ডার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছিল। মাঝে স্বল্প বিরতির পরে আবারও হোন্ডাকে এবিএলের সঙ্গে যুক্ত করতে পেরেছি। এ জন্য আমরা আনন্দিত। এই চুক্তির ফলে দেশের সব সরকারি দপ্তর/সংস্থা, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীন সব পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সরকারি তহবিলে পরিচালিত এনজিওগুলো এবিএলের কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল নিতে পারবে। এর ফলে দেশীয় শিল্পের যেমন বিকাশ ঘটবে তেমনি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।’

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। তবে দেশটিতে বাংলাদেশের পণ্যের রপ্তানি বেশি। ফলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page