Saturday, May 24, 2025
Saturday, May 24, 2025
বাড়িঅন্যান্যপরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি!

পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি!

রক এনার্জি লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে দেশের বাজারে ক্যাস্ট্রলের পণ্য আরও সহজে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে ক্যাস্ট্রলের যাত্রা শুরু হয় ২০০১ সালে। দীর্ঘ সময় ধরে এই ব্র্যান্ড এখানকার গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রক এনার্জির সঙ্গে এই অংশীদারি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তেল ও গ্যাস ব্যবসায় রক এনার্জির তিন দশকের বেশি অভিজ্ঞতা আছে।

ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে এই বিষয়ে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের সরাসরি বিতরণের ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে চাই। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হবে এবং বাংলাদেশে ক্যাস্ট্রল ব্র্যান্ড আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।’

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের মতো বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত মানের পণ্য সরবরাহ করতে সক্ষম হব। একই সঙ্গে জ্বালানি সরবরাহব্যবস্থায় আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’

সিক্স ডি বিজ সলিউশনের সাফল্যের অগ্রযাত্রা: অভিজ্ঞ পেশাদারদের মিলনমেলা

ঢাকার বুকে ২০১৯ সালে যাত্রা শুরু করা সিক্স ডি বিজ সলিউশন অল্প সময়ের মধ্যেই ব্যবসায়িক পরামর্শক (Consultancy) ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page