Saturday, August 30, 2025
Saturday, August 30, 2025
বাড়িবিজনেস আপডেটসেরা ১০০ স্টার্টআপের তালিকায় বাংলাদেশের ২ প্রতিষ্ঠান!

সেরা ১০০ স্টার্টআপের তালিকায় বাংলাদেশের ২ প্রতিষ্ঠান!

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস এশিয়ার সম্ভাবনাময় ১০০ নতুন স্টার্টআপ ও ছোট প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ‘ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ’ নামে এই তালিকায় কৃষি (এগ্রিকালচার) ও উৎপাদন ও শক্তি (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি) বিভাগ থেকে বাংলাদেশের দুই স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার ও টাইগার নিউ এনার্জি স্থান পেয়েছে।


প্রতিষ্ঠান দুটি হলো “টাইগার নিউ এনার্জি” এবং “আইফার্মার”।
২০২২ সালে প্রতিষ্ঠিত হয় টাইগার নিউ এনার্জি। এই প্রতিষ্ঠানটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সোয়াপিং সমাধান দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে ১০০টি ব্যাটারি সোয়াপিং স্টেশন পরিচালনা করছে। এগুলোর মাধ্যমে ইলেকট্রিক থ্রি-হুইলার, গাড়ি ও অন্যান্য যানবাহনকে সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনে এডিবি ভেঞ্চারের কাছ থেকে ১০ লাখ ডলার ও ২০২৩ সালে ওয়েভমেকার পার্টনার্সের কাছ থেকে ২৫ লাখ ডলার সিড ফান্ড পেয়েছে।

কৃষিভিত্তিক স্টার্টআপ আইফার্মার বাংলাদেশের কৃষকদের পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ সেবা দিয়ে থাকে। বীজ, কীটনাশক, সার ও ফিডের মতো কৃষি উপকরণ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। আইফার্মারের ‘সফল’অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে আইফার্মার আইডিএলসি ভেঞ্চারসের নেতৃত্বে ২১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে।

ঢাকা ব্যাংকের সিআরএম বুথ চালু মেট্রোরেলের দুই স্টেশনে!

ঢাকা ব্যাংক পিএলসি এমআরটি লাইন-৬-এর ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশনে আধুনিক ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) বুথ চালু করেছে। এই উদ্যোগকে ব্যাংকটি মেট্রোরেলের যাত্রীদের জন্য...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page