Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িবিজনেস আপডেটভারত থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল!

ভারত থেকে আসছে আরও ৫০ হাজার টন চাল!

ভারত থেকে আরও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৫৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে। ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এ চাল সরবরাহ করবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪২৪ দশমিক ৭৭ মার্কিন ডলার।


দুই সপ্তাহ আগে ১৪ মার্চ ভারতের এস পাত্তাভী অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও ৫০ হাজার টন নন বাসমতী সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছিল ক্রয় কমিটি। তখন প্রতি টন চালের দাম ধরা হয়েছিল ৪২৯ দশমিক ৫৫ মার্কিন ডলার। সেই হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে চালের আমদানি দাম একটু কম পড়ছে।


এক মাসের একটু বেশি আগে গত ২০ ফেব্রুয়ারি একই ধরনের চাল আমদানির দাম ছিল প্রতি টন ৪৩৪ দশমিক ৫৫ মার্কিন ডলার। ভারতের পাশাপাশি পাকিস্তান, ভিয়েতনাম ও সিঙ্গাপুর থেকেও চাল আমদানি করছে বাংলাদেশ।

‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ চালু হচ্ছে দেশে!

বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন যুগ। এবার ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page