Saturday, August 30, 2025
Saturday, August 30, 2025
বাড়িঅন্যান্যইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে এআই টুল ‘ভিও ২’

ইউটিউব শর্টসে যুক্ত হচ্ছে এআই টুল ‘ভিও ২’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও এবার থেকে আরও সহজে ইউটিউব শর্টসে ব্যবহার করা যাবে। সম্প্রতি ইউটিউব জানিয়েছে, গুগল ডিপমাইন্ড-এর তৈরি নতুন ভিডিও মোড ‘ভিও ২’-কে তাঁরা অচিরেই যুক্ত করতে যাচ্ছে ইউটিউবের শর্টসে। নতুন এই ভিডিও টুলের কল্যাণে এআই দিয়ে ক্লিপ তৈরি করে শর্টস ভিডিও’তে সেটা যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।
ইউটিউবের নতুন এই ফিচারটি শর্টসের ‘ড্রিম স্ক্রিন’ ফিচারের-ই একটি অংশ। উল্লেখ্য, ‘ড্রিম স্ক্রিন’ ফিচারের কল্যাণে ব্যবহারকারীরা ইতোমধ্যেই এআই দিয়ে ভিডিও’র ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছেন। এবারে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, ভিডিও ক্লিপই তৈরি করা যাবে ‘ভিও ২’ টুলের কল্যাণে।
ব্লগপোস্টে ইউটিউব বলছে, ‘আপনার নির্দিষ্ট একটি দৃশ্যের (সিনের) প্রয়োজন কিন্তু সঠিক ফুটেজ নেই? আপনার কল্পনাশক্তিকে বাস্তবে পরিণত করার মাধ্যমে একটি অনন্য গল্প (ইউনিক স্টোরি) বলতে চান? আপনি শুধু টেক্সট প্রম্পট ব্যবহার করে একটি ভিডিও ক্লিপ তৈরি (জেনারেট) করুন যেটা আপনার ন্যারেটিভের সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা কনটেন্টের সম্পূর্ণ নতুন একটি জগত তৈরি করে। বিষয়টি এতোটাই সহজ!’

ইউটিউব দাবি করছে যে, মানুষের চলাফেরা (মুভমেন্ট) ও বাস্তব জগতের ফিজিক্সকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম ‘ভিও ২’। ফলে টেক্সট প্রম্পট দিয়ে আগের তুলনায় আরও বাস্তবসম্মত ভিডিও ক্লিপ জেনারেট করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, নির্দিষ্ট স্টাইল, লেন্স বা সিনেম্যাটিক ইফেক্টের আই ভিডিও তৈরিতেও সিদ্ধহস্ত ‘ভিও ২’।

নতুন টুল ‘ভিও ২’ কীভাবে ব্যবহার করবেন ক্রিয়েটররা সেটা বোঝানোর জন্য ব্লগপোস্টে মজার একটি ভিডিও সংযুক্ত করেছে ইউটিউব। উক্ত ভিডিও’তে দেখা যাচ্ছে একজন ব্যক্তি পোষা কুকুরটি হঠাৎ করেই বিশাল আকৃতির হয়ে উঠে।

রিটার্ন না দিলে নোটিশ দেবে এনবিআর!

যাঁরা আয়কর রিটার্ন দেন না, তাঁদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সব কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএনধারী) আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিন তদন্ত করা...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page