Thursday, October 16, 2025
Thursday, October 16, 2025
বাড়িঅন্যান্যবেজক্যাম্পে চোখ ধাধানো গেম!

বেজক্যাম্পে চোখ ধাধানো গেম!

সবুজের সঙ্গে মিল খাওয়া ‘সামরিক’ পোশাক পরে প্রস্তুত দুই দল। সবার মাথায় বড় হেলমেট ও হাতে অস্ত্র। সময় শুরু হতেই শুরু হলো যুদ্ধ। তবে আসল বুলেট নয়, এসব অস্ত্র থেকে বের হলো রঙের বুলেট। যুদ্ধের আদলে সাজানো প্রতিযোগিতামূলক খেলাটির নাম ‘পেইন্ট বল গেম’। চট্টগ্রাম শহরের পাহাড়তলীর ফয়’স লেকের ‘বেজক্যাম্পে’ নতুন সংযোজন এই খেলা।কনকর্ড গ্রুপ অব কোম্পানি ও বেজক্যাম্প অ্যাডভেঞ্চারস লিমিটেডের যৌথ উদ্যোগে চালু হয় বেজক্যাম্প। এতে রয়েছে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির নানা কার্যক্রম, কয়েকটি গাছকে কেন্দ্র করে দলগত কার্যক্রম ‘ট্রি টপ অ্যাকটিভিটি’, রোমাঞ্চপ্রিয়দের জন্য পাঁচটি বাধা পেরোনোর ‘অন গ্রাউন্ড অ্যাকটিভিটি’ এবং নেতৃত্ব বিকাশের জন্য ‘টিম বিল্ডিং গেম’। এর সর্বশেষ সংযোজন পেইন্ট বল।বেজক্যাম্পের একদম উঁচু পাহাড়ে পেইন্ট বল খেলার স্থান। ১০ জন দুই দলে ভাগ হয়ে খেলতে হয় এই খেলা। ১০ জনের একটি দলের জন্য খরচ হবে তিন হাজার টাকা। তবে পুরো দিনের প্যাকেজ নিলে সেখানে অন্তর্ভুক্ত থাকে এটি। পুরো দিনের প্যাকেজে সব অ্যাকটিভিটিসহ জনপ্রতি খরচ হবে তিন হাজার টাকা। সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের ব্যবস্থাও রয়েছে।বেজক্যাম্পে অন্যান্য অ্যাকটিভিটির মধ্যে আছে লেকের জলে কায়াকিংয়ের সুযোগ। তীর-ধনুকের তালিম নিতে আর্চারি। দৈত্যাকার দোলনা ও হ্যামকে দোল খাওয়ার ব্যবস্থাও আছে। এ ছাড়া রাতে ক্যাম্পিং করে থাকলে অন্ধকারে পুরো পাহাড় ঘুরে দেখার সুযোগ।

আয়কর রিটার্নের পরিবর্তে টিআইএন সনদ দিয়েই পাওয়া যাবে ট্রেড লাইসেন্স!

সরকারি–বেসরকারি নানা ধরনের সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হয়। আবার কিছু সেবা নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগে না। শুধু কর শনাক্তকরণ নম্বরের...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page