Monday, December 1, 2025
Monday, December 1, 2025
বাড়িবিজনেস আপডেটসিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু হলো গুলশানে।

সিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু হলো গুলশানে।

গ্রাহকের খুচরা বা রিটেইল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর। আজ বৃহস্পতিবার গুলশান অ্যাভিনিউতে এই স্টোরের উদ্বোধন করা হয়।
সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকেরা অত্যাধুনিক এই ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে গৃহস্থালির কাজে ব্যবহৃত সব পণ্য (হোম অ্যাপ্লায়েন্স) নিজের হাতে পরীক্ষা করে কেনার সুযোগ পাবেন।সিঙ্গার জানায়, বাংলাদেশি গ্রাহকদের পরিবর্তনশীল জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্টোরটিকে সাজানো হয়েছে। বিশেষ করে রান্না, বিনোদন, ব্যক্তিগত যত্ন ও স্টাইলিংসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে স্টোরের নকশা করা হয়েছে। গ্রাহকেরা এই কনসেপ্ট এক্সপেরিয়েন্স স্টোর থেকে কেনাকাটা করার আগে সরাসরি পণ্যগুলো যাচাই করে দেখতে পারবেন। নতুন এই স্টোরে রয়েছে ওয়াশিং মেশিনের একটি জোন। সেখানে কিছু কাপড়ও রাখা আছে। যেকোনো গ্রাহক সেখানে গিয়ে ওয়াশিং মেশিনে সেই কাপড় ধুয়ে যাচাই করে নিতে পারবেন। অন্যান্য ইলেকট্রনিকস পণ্যও একইভাবে যাচাই করা যাবে। সিঙ্গারের কর্মকর্তারা জানান, সিঙ্গার-বেকো ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোরটি বাংলাদেশের রিটেইল ল্যান্ডস্কেপে আমূল পরিবর্তন নিয়ে আসবে। ভবিষ্যতে সারা দেশেও এই ধরনের স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

ডেলিভারি খরচ কমাতে মেট্রোস্টেশনসহ নানা এলাকায় বসেছে ডিজিটাল লকার!

ডিজিবক্সের ডিজিটাল লকারে পণ্য সংগ্রহের জন্য ৭২ ঘণ্টা সময় পাওয়া যায়। এর মাশুলও প্রচলিত এ ধরনের সেবার বিপরীতে মাশুলের অর্ধেকের কম। এ ছাড়া সেবার...

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

You cannot copy content of this page